banglahour

বিসিবির নতুন হেড অব প্রোগ্রামস ডেভিড মুর

খেলা | স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ১৯ জানুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ৫:৪৩ অপরাহ্ন

বিসিবির নতুন হেড অব প্রোগ্রামস ডেভিড মুর

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন হেড অব প্রোগ্রামস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডেভিড মুরকে। আগামী ২ বছরের জন্য দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

১৮ জানুযারি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

জানা গেছে, আগামী মাস থেকেই কাজ শুরু করবেন ৫৮ বছর বয়সি এ অস্ট্রেলিয়ান।

ডেভিড মুরের মুল দায়িত্ব হাইপারফরম্যান্স (এইচপি) দল ও বাংলা টাইগার্সের জন্য পরিকল্পনা ও কৌশল সাজানো এবং সেগুলো বাস্তবায়নে কাজ করা।

তার কাজের মূল উদ্দেশ্য হলো— বাংলাদেশ দল যাতে এইচপি ও টাইগার্স থেকে সরাসরি সুবিধা পায় সেটি নিশ্চিত করা। অর্থাৎ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার দায়িত্ব থাকবে তার। কোচদের উন্নয়নের জন্য বিভিন্ন প্রোগ্রামেরও তদারক করবেন তিনি।

এ প্রসঙ্গে ডেভিড মুর বলেন, 'বিসিবিতে হেড অব প্রোগ্রামস হিসেবে আমার ভূমিকা শুরু করা নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। আমি প্রধান কোচ, তার কোচিং-সাপোর্ট স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে এবং তাদের সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করায় সাহায্য করতে মুখিয়ে আছি।'

অস্ট্রেলিয়ার ঘরোয়া দল নিউসাউথ ওয়েলসের ক্রিকেট পারফরম্যান্সের মহাব্যবস্থাপক ও কোচ ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কাজ করেছেন মুর। ২০০৭ সালে ইংল্যান্ড সফরে ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত প্রধান কোচ ছিলেন তিনি। এছাড়াও তিনি কাজ করেছেন বারমুডা জাতীয় দলের কোচ হিসেবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল