banglahour

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেলেন যে ২১ ক্রিকেটার

খেলা | স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ২২ জানুয়ারি ২০২৩, রবিবার, ১:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশ দল

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ২০২৩ সালের কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে। ২১ জানুয়ারি শনিবার এক বিবৃতি দিয়ে বিসিবি এ তথ্য নিশ্চিত করেছে।  

এবারের বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে স্থান পেয়ে ২১ জন ক্রিকেটার। এর প্রথমবারের মতো এই চুক্তিতে সুযোগ পেয়েছেন জাকির হাসান। তিনি টেস্টের চুক্তিতে রয়েছেন। ফিরেছেন পেসার হাসান মাহমুদ।

এদিকে চুক্তি থেকে বাদ পড়েছেন ইয়াসির রাব্বি, মাহমুদুল হাসান জয়,  নাইম শেখ ও সাদমান ইসলাম।

টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ৩ ফরমেটে কেন্দ্রীয় চুক্তিতে আছেন সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।

টেস্ট ও ওয়ানডেতে স্থান পেয়েছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। টেস্ট এবং টি-টোয়েন্টিতে নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহান। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আছেন মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন এবং শরিফুল ইসলাম।

শুধু টেস্ট মুমিনুল হক, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও নবাগত জাকির হাসান আছেন। শুধু ওয়ানডেতে আছেন একজন। তিনি মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টিতে নাসুম আহমেদ, শেখ মেহেদি, মোসাদ্দেক হোসেন এবং হাসান মাহমুদ সুযোগ পেয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল