banglahour

মান-অভিমানে ২০২২ সালে ৪৪৬ শিক্ষার্থীর আত্মহত্যা

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৭ জানুয়ারি ২০২৩, শুক্রবার, ২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫৮ অপরাহ্ন

ঢাকা: মান-অভিমানে দেশে ২০২২ সালে ৪৪৬ শিক্ষার্থী আত্মহত্যা করেছে।  এসব শিক্ষার্থীদের মধ্যে স্কুল ও সমমান পর্যায়ের ৩৪০,কলেজ পর্যায়ে ১০৬ এবং ৫৪ জন মাদরাসার শিক্ষার্থী। এসব শিক্ষার্থীদের মধ্যে নারী ২৮৫ জন এবং পুরুষ ১৬১ জন। দের বড় অংশই অভিমান করেছিল পরিবারের সদস্যদের ওপর।

শুক্রবার (২৭ জানুয়ারী) শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বেসরকারি সংস্থা আঁচল ফাউন্ডেশন। শীর্ষক এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দেশের পত্রপত্রিকায় প্রকাশিত খবরের ওপর ভিত্তি করে তারা এই পরিসংখ্যান তুলে ধরেছে। 

সংবাদ সম্মেলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের অধ্যাপক তাহমিনা ইসলাম এবং আঁচল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এবং সভাপতি তানসেন রোজ প্রমুখ যুক্ত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল