banglahour

প্রতারণা মামলায় চলচ্চিত্র নির্মাতা শফিক হাসান গ্রেফতার

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ২ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১:২০ পূর্বাহ্ন

শফিক হাসান

প্রতারণা মামলায় চলচ্চিত্র নির্মাতা শফিক হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

১ ফেব্রুয়ারি বুধবার রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) থেকে তাকে গ্রেফতার করা হয়।

তেঁজগাও থানার উপপরিদর্শক মো. শাহজাহান বিষয়টি গণমাধ্যম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শফিক হাসানের বিরুদ্ধে লেনদেন সংক্রান্ত অভিযোগ ছিল। তাকে প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, ‘ধূমকেতু’ ও ‘স্বপ্ন ছোঁয়া’ নামের সিনেমার প্রযোজক বিদেশে থাকার সুযোগে রুবেল নামের এক ব্যক্তিকে ভুয়া মালিক বানিয়ে দুটি সিনেমার স্বত্ব দুই জায়গায় বিক্রি করেছেন এই নির্মাতা।

পরে বিষয়টি জানাজানি হয়ে গেলে শফিক হাসান টাকা ফেরত দিয়ে দিতে চান। সে টাকাও ফেরত না দিলে টেলিভিশন রাইট কেনা এটিএন বাংলা মামলা করে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল