banglahour

মারা গেছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা কে বিশ্বনাথ

বিনোদন | বিনোদন ডেস্ক

(১ বছর আগে) ৩ ফেব্রুয়ারি ২০২৩, শুক্রবার, ৪:৫৮ অপরাহ্ন

কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কে বিশ্বনাথ

মারা গেছেন কিংবদন্তি ভারতীয় চলচ্চিত্র নির্মাতা কে বিশ্বনাথ। ২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বলিউড, তেলুগু, তামিলসহ ভারতের বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনে নেমেছে শোকের ছায়া।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম ও তারকাদের পোস্টে এ তথ্য জানা গেছে।

মৃত্যুকালে কে বিশ্বনাথের বয়স হয়েছিল ৯২ বছর। তার স্ত্রী জয়া লক্ষ্মী ও চার সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেশ কয়েক কয়েক মাস ধরে কে বিশ্বনাথ বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন। তাকে ভারতের হায়দারাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বলিউড তারকা অনিল কাপুর, দক্ষিণী ছবির বিখ্যাত তারকারা চিরঞ্জিবী, জুনিয়র এনটিআর, কমল হাসান, রাম গোপাল বর্মা, সঙ্গীত পরিচালক এআর রহমানসহ অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন।

১৯৬৫ সালে তেলেগু ছবি ‘আত্ম গোয়ারাভম’ ছিল কে. বিশ্বনাথের প্রথম পরিচালিত ছবি। এরপর বলিউড, তামিল ও তেলেগুতে ‘সরগম’, ‘কামচোর’, ‘শুভ কামনা’, ‘জাগ উঠা ইনসান’, ‘সুর সঙ্গম’, ‘সংগীত’, ‘ধনবান’-এর মত অসংখ্য ছবি উপহার দিয়েছেন তিনি।

চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ১৯৯২ সালে তিনি পদ্মশ্রী পুরস্কার পান এবং ২০১৭ সালে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হন। আট বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান।

কেবল পরিচালনা নয়, তিনি অভিনয়ও করতেন। তেলুগু, তামিল মিলিয়ে প্রায় ২৪টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল