banglahour

অফিসার পরিচয় দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করতেন তিনি

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৬ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৩:৪৬ অপরাহ্ন

ঢাকা: পোল্যান্ড রাষ্ট্রে পাঠানোর নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারক চক্রের মোঃ সাইফুল (২৯) ইসলাম পরাগ’কে রাজধানীর উত্তরা পশ্চিম এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

রবিবার রাজধানীর উত্তরা পশ্চিম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্ণেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

অধিনায়ক জানান, আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করে। সে নিজেকে অঙ্গিকার বিডি নামক অফিসের ডিরেক্টর পদে চাকুরী করে এবং বিভিন্ন সময় বিভিন্ন অফিসের বড় অফিসার পদে কর্মরত রয়েছে বলে এলাকার নিরিহ লোকজনের কাছ থেকে প্রতারনামূলক ভাবে পোল্যন্ড সহ বিভিন্ন রাষ্ট্রে পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা নিয়ে প্রতারণা করে আসছে। সে এবং তার বন্ধু মিলে একসাথে মিলে বিভিন্ন জনের নিকট হতে প্রায় ২০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। সে টাকা দিয়ে তারা দুজনই পোল্যান্ডে পাড়ি জমানোর বন্দোবস্ত করে। ইতোমধ্যে তার অপরাপর সহযোগী পোল্যান্ডে পাড়ি জমা কিন্তু তার ভিসা পেতে দেরি হওয়ার ফলে সে অপেক্ষমান থাকা অবস্থায় র‍্যাবের হাতে গ্রেফতার হয়।

মোঃ সাইফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানায় র‌্যাব। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল