(২ সপ্তাহ আগে) ২৮ আগস্ট ২০২৫, বৃহস্পতিবার, ৮:০৮ অপরাহ্ন
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারতের সঙ্গে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, যার কারণে বন্দরে ফিরেছে দীর্ঘদিনের কর্মচাঞ্চল্যতা।
হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী, ১২ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ১৩১৩টি ট্রাকে ৪৮,৫৩৭ মেট্রিকটন পণ্য আমদানি হয়েছে। এ সময়ে রপ্তানি হয়েছে ২,০৯১ মেট্রিকটন পণ্য, যার মাধ্যমে আদায় হয়েছে ১৮ কোটি টাকা রাজস্ব।
বর্তমানে বন্দরে প্রতিদিন ১৩০ থেকে ১৫০টি ভারতীয় ট্রাক প্রবেশ করছে, যেখানে আগে দিনে ১০–১৫টি ট্রাক আসত। ফলে বন্দরে লোড-আনলোডে শ্রমিকরা ব্যস্ত সময় পার করছেন, আর ব্যবসায়ীরা এসেছে দেশের বিভিন্ন স্থান থেকে।
হিলি বন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন জানান, বিশেষ করে চালের আমদানি বেড়েছে। কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নিজাম উদ্দীন বলেন, বন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক রয়েছে, এবং নিত্যপ্রয়োজনীয় কাঁচামালের কার্যক্রম দ্রুত সম্পন্ন হচ্ছে।