banglahour

ইলিশ মাছ দেশের চাহিদা পূরণ করে বাইরে পাঠানো হবে- ঠাকুরগাঁওয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার

অর্থনীতি | এমদাদুল ইসলাম ভুট্টো,ঠাকুরগাঁও প্রতিনিধি

(৩ দিন আগে) ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:২৪ অপরাহ্ন

 মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, গত বছর প্রতিবেশী দেশ ভারতে ৫'শ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হয়েছিল। এ বছর দুর্গাপূজা উপলক্ষে ভারত ১২শ মেট্রিক টন ইলিশ পাঠানোর অনুরোধ করেছে। আমাদের দেশের অন্যতম সম্পদ ইলিশ মাছ সর্বপ্রথম দেশের চাহিদা পূরণ করে বাইরে পাঠানো হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার বুড়ির বাঁধ মৎস্য চত্বরে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য অবমুক্তকরণ শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফরিদা বলেন, দেশের জলজ সম্পদ রক্ষায় অবৈধ জাল উৎপাদন ও ব্যবসার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা এই কাজ করে, তারা দেশের শত্রু। অবৈধ জাল ব্যবহারকারীরাও সমান অপরাধী। এদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদা আখতার বলেন, "প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। দেশের অর্থনীতিতে মৎস্যখাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই খাতকে টিকিয়ে রাখতে হলে অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে। জলাশয় রক্ষণাবেক্ষণ সহ জেলেদের প্রণোদনা বাড়ানোর বিষয় নিয়েও কথা বলেন তিনি।

তিনি বলেন, সকলেই সচেতন থেকে বৈধভাবে মাছ মারলে আমরা সকলেই সারা বছর দেশী মাছ খেতে পারবো। যেহেতু এসব মাছ আমাদের অনেক পুষ্টির যোগান দেয়। এছাড়াও তিনি উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে ইলিশ মাছ সরবরাহের আশ্বাস দেন।

তিনি বলেন স্থানীয় প্রশাসন, মৎস্যজীবী, এবং গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে একটি কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান, যাতে করে নদী-নালা ও জলাশয়গুলোতে অবৈধ জাল ব্যবহার পুরোপুরি নির্মূল করা যায়।

জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় আরো বক্তব্য রাখেন,  মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মুহাম্মদ জাবের, মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুর রউফ, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল