banglahour

বাগেরহাটে ঘোষিত তিন দিনের হরতাল কর্মসূচীতে পরিবর্তন

সারাদেশ | বাগেরহাট প্রতিনিধি ।

(২ দিন আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৪:৩১ অপরাহ্ন

বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে ঘোষিত তিন দিনের হরতাল কর্মসূচীতে পরিবর্তন এনেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি।

রোববার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এ তথ্য জানান।

তিনি বলেন, জনভোগান্তির কথা বিবেচনা করে কর্মসূচীতে পরিবর্তন আনা হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল এবং মঙ্গলবার ও বুধবার দুপুর ১২টা পর্যন্ত আংশিক হরতাল পালন করা হবে।

তবে এ সময় দোকানপাট খোলা থাকবে এবং স্থানীয় ভ্যান, রিকশা ও ইজিবাইক চলাচলে কোনো বাধা থাকবে না। পাশাপাশি অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবায় কোনো প্রতিবন্ধকতা তৈরি করা হবে না বলেও জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল