(২ দিন আগে) ১৪ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৫:১৪ অপরাহ্ন
জামালপুরের মেলান্দহে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুলাল (৪৫) নামের কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দারের ছেলে।
রোববার দুপুরে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
থানার এসআই সাজ্জাদুল ইসলাম জানান, জামালপুর পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা) এর দিকনির্দেশনায় ও ওসি শফিকুল ইসলামের সার্বিক সহযোগিতায় এসআই মো. সাজেদুল ইসলাম খানের নেতৃত্বে এএসআই শীতল পাল, এএসআই সবুজ মিয়া ও কনস্টেবল সোহেল শনিবার বিকেল ৫টায় মেলান্দহ বাজারের ছাগলহাটির ইজারা অফিসের সামনে অভিযান চালান। এ সময় ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ দুলালকে গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১৫ হাজার টাকা। তবে দুলালের সহযোগী মিনা বেগম কৌশলে পালিয়ে যায়। পুলিশের দাবি, মাদকগুলো বাজার এলাকার ফকরুল (৪৮), পিতা মরহুম নয়ন মন্ডল, এর কাছে বিক্রির উদ্দেশ্যে আনা হচ্ছিল।
এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(খ)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত দুলালকে আদালতে পাঠানো হয়েছে এবং অন্যান্য পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, পুলিশ একা সমাজ থেকে মাদক নির্মূল করতে পারবে না। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধী যেই হোক, আইনের আওতায় আনা হবে।
তিনি আরও জানান, জেলার প্রতিটি থানায় কঠোর মাদকবিরোধী নির্দেশনা দেওয়া হয়েছে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে। এ সময় তিনি জেলার মানুষকে মাদকবিরোধী তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।