banglahour

তুরস্কে মানবিক সংকটে পাশে দাড়াল মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন

অন্যান্য | রুবেল তালুকদার

(১ বছর আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ১:৪৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:১২ অপরাহ্ন

ঢাকা: তুরস্কে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বৃহত্তম মানবিক সংকটে তাদের পাশে দাড়িয়েছে বরিশাল জেলার স্বেচ্চাসেবী সংগঠন মেহেন্দিগঞ্জ  সমাজকল্যান ফাউন্ডেশন। নিজ অর্থায়নে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য সেনেটারি ন্যাপকিন, ডায়াপার, জ্যাকেট, প্যান্ট ও বিস্কুট দিয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে এ মানবিক সংগঠনটি। তাদের সহযোগীতা করেন তাদের বন্ধুপ্রতিম মানবিক সংগঠনগুলো।

ঢাকায় তুর্কি দূতাবাসে এ ত্রাণ সামগ্রী পৌছে দেন ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিরা। এ সময় উপস্থিত ছিলেন, মো: মেহেদি হাসান রাজিম, সার্জেন্ট মাইনুদ্দিন, মো: আনিস মাহমুদ, কামরুজ্জামান মিলন, তারেক শিকদার ও সভাপতি তানভীর রানা।

ফাউন্ডেশনের  কার্যক্রম দেশের মধ্যে থাকলেও এবার দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের মানবিক সংকট তুরস্কে ভূমিকম্পে তাদের পাশে থাকতে চেষ্টা করেছেন। এ সময় তারা বলেন, আমাদের এই ক্ষুদ্র উপহারটুকু ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ  তুর্কি ভাই ও বোনদের ভালবাসা। 
পৃথিবীর এক প্রান্ত থেকে ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সামান্য এ সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত। যে কোন মানবিক সংকট ও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য মেহেন্দিগঞ্জ সমাজকল্যান ফাউন্ডেশন যেন তাদের পাশে দাড়াতে পারে সেজন্য আমরা সকলের দোয়া ও সহযোগীতা কামনা করছি। তুরস্কের পাশাপাশি সিরিয়ায়ও ত্রাণ সামগ্রী পৌছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে হাজার হজার মানুষ নিহত ও লক্ষাধিক মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। দেশটি ৮৪ বছরের মধ্যে এত শক্তিশালী ভূমিকম্প আগে কখনোই দেখেনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল