banglahour

বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে স্বামী বিবেকানন্দের দর্শন প্রতিষ্ঠা করতে হবে

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৬ ফেব্রুয়ারি ২০২৩, বৃহস্পতিবার, ২:৩১ অপরাহ্ন

দিনাজপুর: নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমরাস্ত্র বিক্রির একটি মহোৎসব। যা গোটা বিশ্বে অস্থিরতা তৈরি করেছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রামকৃষ্ণের যে পথ, স্বামী বিবেকানন্দের যে দর্শন; তা প্রতিষ্ঠা করতে হবে। তবেই পৃথিবী পাবে শান্তির সুবাতাস।

প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার বোচাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠ সংলগ্ন এলাকায় রামকৃষ্ণ মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আসলাম, দিনাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের মহারাজ সমান্দ সহ প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

প্রতিমন্ত্রী পরে দিনাজপুরের বোচাগঞ্জস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (সেতাবগঞ্জ বড় মাঠ) 
বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বাদ্যযন্ত্র বিতরণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল