(৩ সপ্তাহ আগে) ১৫ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ১১:১৯ অপরাহ্ন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে সরকার।
সোমবার (১৫ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি তারিখে গঠিত এসআরও নম্বর ৫৫-আইন/২০২৫ অনুযায়ী কমিশনের মেয়াদ ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নতুন মেয়াদ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও জানানো হয়।
মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত এ কমিশনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এর আগে কমিশনের মেয়াদ ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। মেয়াদ বাড়ানোর ফলে এখন তারা আরও এক মাস কাজ করার সুযোগ পাচ্ছে।