(৬ ঘন্টা আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৯:৪০ অপরাহ্ন
সৌদি আরবের মক্কায় সড়ক দুর্ঘটনায় কটিয়াদীর আচমিতা ইউনিয়নের পাঁচগাতিয়া গ্রামের ফারুক আকন্দ (২৪) নিহত হয়েছেন। গত ছয় মাস আগে সংসারের স্বচ্ছলতা আনার স্বপ্নে সৌদি আরব পাড়ি জমান ফারুক।
স্থানীয় সময় ১৫ সেপ্টেম্বর দুপুরে কাজের ফাঁকে সড়কের পাশে বসা অবস্থায় তিনি একটি দ্রুতগামী ট্রাকের চাপায় ঘটনাস্থলেই মারা যান। ফারুক স্থানীয় একটি বেসরকারি ক্লিনার কোম্পানিতে পরিচ্ছন্নতার কাজ করতেন। সৌদি পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে দুর্ঘটনার কারণ নিশ্চিত করেছে।
ফারুক আকন্দের পিতা আবু হানিফাও দশ বছর আগে সড়ক দুর্ঘটনায় মারা যান। মৃত যুবকের পরিবারের বরাতে স্থানীয় সমাজসেবক মাওলানা নাসির উদ্দিন জানান, পরিবারের সকলেই শোকাহত। তিনি দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আবেদন জানান।
মৃত্যুর পরে সৌদি পুলিশ লাশ আইনি প্রক্রিয়া শেষে মক্কার একটি হাসপাতালের হিমাগারে রেখেছে। পরবর্তীতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে দেশে পাঠানো হবে।