(১ সপ্তাহ আগে) ২৩ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৪:৪৭ অপরাহ্ন
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগ তাদের ফাউন্ডেশন ডে–২০২৫ উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে। বিভাগটি প্রতিষ্ঠার দুই বছর পূর্ণ করে তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনে ক্যাম্পাস প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত।
অনুষ্ঠানে কেক কাটা, শিক্ষকদের বক্তব্য, মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা এবং গ্রুপ ফটোসেশনের মাধ্যমে ফাউন্ডেশন ডে সম্পন্ন হয়।
এ আয়োজনে বিভাগের সকল শিক্ষক ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. এম নুরুল ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর জাকি ইমাম, ডিন (ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ) প্রফেসর মোহাম্মদ আবদুল জলিল, বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, জয়েন্ট রেজিস্ট্রার এ.এন.এম আহসান তৌহিদ মিল্টন এবং জয়েন্ট রেজিস্ট্রার কামরুল হোসেইন। বিশেষ অতিথি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজর গৌতম বড়ুয়া উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের জন্য ফাউন্ডেশন ডে’র তাৎপর্য তুলে ধরে সৃজনশীলতা, নৈতিকতা এবং গুণগত শিক্ষা অর্জনের মাধ্যমে ভবিষ্যতে আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। সমবেত গ্রুপ ফটোসেশন এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।