banglahour

রাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান আর নেই

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১৮ ফেব্রুয়ারি ২০২৩, শনিবার, ৪:০৬ অপরাহ্ন

ঢাকা: বিশিষ্ট ব্যবসায়ী র‌্যাংগস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।

আ. রউফ চৌধুরীর নামাজে জানাজা আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তার মরদেহ নেওয়া হবে বিক্রমপুরের পৈতৃক বাড়িতে। সেখানে বাদ এশা তার দাফন সম্পন্ন হবে।

তিনি মৃত্যুকালে ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তারা হচ্ছেন—রোমানা রউফ চৌধুরী, রোমো রউফ চৌধুরী ও সোহানা রউফ চৌধুরী।

তিনি পরিবহন, ওষুধ, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেগুলো দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে।

এছাড়া তিনি চার বছর বাংলাদেশ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল