banglahour

প্রাণোচ্ছ্বাসের ১৬ বছর পূর্তি উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বিনোদন | এস,এম,হাসিবুল ইসলাম ,পঞ্চগড় প্রতিনিধি

(২ দিন আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

“আত্মসেবা নয়, মানবসেবা”—এই অঙ্গীকারকে সামনে রেখে সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ‘প্রাণোচ্ছ্বাস’–এর ১৬ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা শহরের ঐতিহ্যবাহী বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী।

অনুষ্ঠানের প্রাণোচ্ছ্বাস নির্বাহী কমিটির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্ব সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় এবং বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, প্রাণোচ্ছ্বাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মু. মাছউদ আলম, প্রাণোচ্ছ্বাস অন্যতম নেতা ও পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডা. এসএম মাহাবুব উল আলম, শাকিল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই প্রাণোচ্ছ্বাস সাহিত্য ও সংস্কৃতি চর্চাকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণ প্রজন্মকে বই পড়া, কবিতা, গল্প, প্রবন্ধ, সংগীত ও নাটকের মাধ্যমে সৃজনশীলতায় উদ্বুদ্ধ করাই এই সংগঠনের প্রধান লক্ষ্য। গত ১৬ বছরে প্রাণোচ্ছ্বাস কেবল সাহিত্য-সংস্কৃতির চর্চা নয়, সামাজিক সেবামূলক কাজের পাশাপাশি চিকিৎসা খাতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। অসহায় ও দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি ও রক্তদানের মতো কার্যক্রম আয়োজন করে সংগঠনটি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ধারাবাহিকতা বজায় থাকলে প্রাণোচ্ছ্বাস আগামী দিনে সমাজ পরিবর্তনের বড় শক্তি হয়ে উঠবে।

বক্তারা আরো বলেন, প্রাণোচ্ছ্বাসের মতো সংগঠনগুলো সমাজে তরুণ প্রজন্মকে আলোকিত পথে এগিয়ে নিতে পথপ্রদর্শকের ভূমিকা রাখছে। এর মাধ্যমে যেমন সংস্কৃতি বিকশিত হচ্ছে, তেমনি তরুণদের মাঝে নতুন দৃষ্টিভঙ্গি ও মানবিক চেতনার বিকাশ ঘটছে।

অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ১৬ বছরের সাফল্যগাথা স্মরণ করেন এবং ভবিষ্যৎ পথচলায় আরও শক্তিশালীভাবে সাহিত্য-সংস্কৃতি, চিকিৎসা ও মানবসেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। 


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল