banglahour

ধর্মের নামে ব্যবসায়ীদের বিরুদ্ধেঐক্যবদ্ধ হতে হবে

রাজনীতি | ব্যুরো প্রধান খুলনা

(২ দিন আগে) ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার, ৭:০৭ অপরাহ্ন

খুলনা মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, ধর্মের নামে যারা ব্যবসা করতে চায়, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। বাংলাদেশ হবে বৈষম্যহীন, শোষণমুক্ত এবং অসাম্প্রদায়িক একটি রাষ্ট্র। এখানে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই। দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।রবিবার (২৮ অক্টোবর) কয়লাঘাট পূজা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, শফিকুল আলম মনা আরও বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিএনপি সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকেছে এবং থাকবে। এদেশে আমার যেমন জন্ম, আপনাদেরও তেমন। দেশের সকল সুযোগ-সুবিধা পাওয়ার, শান্তিতে বসবাসের, ব্যবসা-বাণিজ্য করার অধিকার আমার যেমন আছে, আপনাদেরও তেমন আছে। এখানে কাউকে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলার সুযোগ নেই।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক বেগম রেহেনা ইসা, বদরুল আনাম খাঁন, ২২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম নুরুল আলম দীপু, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, পূজা উদযাপন ফ্রন্টের মহানগর সভাপতি ডাঃ প্রদীপ দেবনাথ, কয়লাঘাট কালীবাড়ি মন্দিরের সভাপতি অভিজিৎ দাস লবি ও সাধারণ সম্পাদক দীপক কুমার দত্তসহ স্থানীয় বিএনপি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। পরে তিনি দুঃস্থদের মাঝে নতুন বস্ত্র বিতরণ করা হয়

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল