banglahour

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে পূর্ণ সমর্থনের আশ্বাস দিলেন জাতিসংঘ মহাসচিব

বিশ্ব | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১৫ ঘন্টা আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ২:৫৬ অপরাহ্ন

বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টার নেতৃত্বে উচ্চপর্যায়ের এক প্রতিনিধি দলে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিঞা এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।

বৈঠকে আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, রাজনৈতিক সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার জবাবদিহি, বৈশ্বিক বাণিজ্যে শুল্ক সুরক্ষাবাদী নীতির প্রভাব এবং ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস জাতিসংঘ মহাসচিবকে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে তাঁর সরকারের অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, আগামী কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনের জন্য আমরা জাতিসংঘের সমর্থন চাই।

তিনি অভিযোগ করেন, উৎখাত হওয়া শাসকগোষ্ঠী ও তাদের মদদপুষ্ট গোষ্ঠী চুরি করা সম্পদ ব্যবহার করে ভুয়া তথ্য ছড়াচ্ছে এবং নির্বাচন বানচালের চেষ্টা করছে। “তারা চায় না ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। কিছু আন্তর্জাতিক পক্ষও তাদের সহায়তা দিচ্ছে, যোগ করেন তিনি।

এর জবাবে মহাসচিব গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘের প্রতিশ্রুতিও পুনরায় ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার গত ১৪ মাসের নেতৃত্বের প্রশংসা করে গুতেরেস বলেন, এই কঠিন সময়ে আপনার নেতৃত্বকে আমি সম্মান করি এবং প্রশংসা জানাই।

রোহিঙ্গা সংকট বিষয়ে ৩০ সেপ্টেম্বরের আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, এ সম্মেলন সংকটটিকে বৈশ্বিক আলোচনার কেন্দ্রে রাখতে এবং শিবিরে মানবিক সহায়তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মহাসচিব গুতেরেস বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পথ খুঁজে বের করার প্রয়াসে পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল