banglahour

বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণে স্বাধীন মূল্যায়নে সহায়তা দেবে জাতিসংঘ

বিশ্ব | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১৫ ঘন্টা আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৩:০১ অপরাহ্ন

বাংলাদেশের এলডিসি (স্বল্পোন্নত দেশ) থেকে উত্তরণের প্রস্তুতি যাচাইয়ে স্বাধীন মূল্যায়ন কার্যক্রমে সহায়তার ঘোষণা দিয়েছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতেমা। অন্তর্বর্তী সরকারের আনুষ্ঠানিক অনুরোধের পর তিনি এ ঘোষণা দেন।

জাতিসংঘের এলডিসি, ল্যান্ডলকড ডেভেলপিং কান্ট্রি এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রবিষয়ক উচ্চ প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করছেন রাবাব ফাতেমা। সোমবার নিউইয়র্কে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি এ সিদ্ধান্ত জানান।

তিনি বলেন, আগামী এক মাসের মধ্যে মূল্যায়ন কার্যক্রম শুরু হবে এবং আগামী বছরের জানুয়ারি মধ্যভাগে তা শেষ হবে। একজন আন্তর্জাতিক পরামর্শক এবং একজন বাংলাদেশি বিশেষজ্ঞের নেতৃত্বে যৌথভাবে এ মূল্যায়ন হবে, যাতে একটি ভারসাম্যপূর্ণ ও সর্বাত্মক বিশ্লেষণ নিশ্চিত করা যায়।

মূল্যায়নে সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী সংগঠন, উন্নয়ন বিশেষজ্ঞ, সুশীল সমাজ, দাতা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রতিনিধিসহ বিভিন্ন পক্ষের সঙ্গে পরামর্শ করা হবে, যাতে বাংলাদেশের প্রস্তুতি যথাযথভাবে নিরূপণ করা যায়।

প্রধান উপদেষ্টা ইউনূস এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি এখন আবেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিন্তু উত্তরণের আগে আমাদের বাস্তব তথ্য-প্রমাণ প্রয়োজন।

জবাবে রাবাব ফাতেমা উল্লেখ করেন, জাতিসংঘের কাছে বাংলাদেশের সর্বশেষ অর্থনৈতিক তথ্য দুই বছরেরও বেশি পুরোনো। এর মধ্যে অনেক কিছুই বদলে গেছে,তিনি বলেন এবং নতুন তথ্য যাচাইয়ের জরুরিতা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা ইউনূস বাংলাদেশের ওষুধশিল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, এলডিসি মর্যাদার কারণে এ খাত বিশেষ বাণিজ্য সুবিধা ভোগ করছে। উত্তরণের পর যথাযথ রূপান্তর পরিকল্পনা না থাকলে খাতটি ঝুঁকিতে পড়তে পারে।

জাতিসংঘের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা রাবাব ফাতেমা ২০২২ সাল থেকে আন্ডার সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন। বৈঠকে তিনি জাতিসংঘে নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন।

প্রধান উপদেষ্টা বাংলাদেশের সিভিল সার্ভেন্টদের জন্য জাতিসংঘ ব্যবস্থায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতি আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ, পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল