(৬ ঘন্টা আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:১২ অপরাহ্ন
জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, আট বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা অবসান হয়নি, বরং আন্তর্জাতিক সহায়তাও আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। সংকটের মূল উৎস মিয়ানমারেই এবং এর সমাধানও মিয়ানমারেই নিহিত। তাই দেশটির ওপর কার্যকর চাপ সৃষ্টি করে রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন শুরু করতে হবে।
প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেন, বাংলাদেশ এ সংকটের শিকার। আমরা বিশাল আর্থিক, সামাজিক ও পরিবেশগত ক্ষতির বোঝা বহন করছি। অপরাধমূলক কর্মকাণ্ড, বিশেষ করে রাখাইন হয়ে আসা মাদক প্রবাহ আমাদের সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তিনি রোহিঙ্গাদের বাংলাদেশে কর্মসংস্থানের সুযোগ না দেওয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, “আমাদের উন্নয়ন চ্যালেঞ্জ, বেকারত্ব ও দারিদ্র্যের কারণে রোহিঙ্গাদের কর্মসংস্থান দেওয়া সম্ভব নয়।
রোহিঙ্গা সংকট সমাধানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সাত দফা প্রস্তাব তুলে ধরেন:
১. নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন।
২. মিয়ানমার ও আরাকান আর্মির ওপর কার্যকর চাপ সৃষ্টি করে সহিংসতা বন্ধ ও টেকসই প্রত্যাবাসন শুরু।
৩. রাখাইনকে স্থিতিশীল করতে আন্তর্জাতিক সহায়তা ও সেখানে আন্তর্জাতিক বেসামরিক উপস্থিতি নিশ্চিত করা।
৪. রাখাইন সমাজ ও শাসনব্যবস্থায় রোহিঙ্গাদের টেকসই অন্তর্ভুক্তির জন্য আস্থা গড়ে তোলা।
৫. যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার (জয়েন্ট রেসপন্স প্ল্যান) জন্য দাতাদের পূর্ণ অর্থায়ন।
৬. জবাবদিহিতা ও পুনঃস্থাপনমূলক ন্যায়বিচার নিশ্চিত করা।
৭. মাদক অর্থনীতি ধ্বংস এবং আন্তঃসীমান্ত অপরাধ দমন।
প্রধান উপদেষ্টা ইউনূস জোর দিয়ে বলেন, রোহিঙ্গাদের আর অপেক্ষায় রাখা যাবে না। আজ আমাদের অঙ্গীকার করতে হবে—একসঙ্গে কাজ করে এই সংকটের স্থায়ী সমাধান করতেই হবে। বাংলাদেশ এ লক্ষ্যে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।