(৬ ঘন্টা আগে) ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ১০:১৪ অপরাহ্ন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, “বিএনপি যখনই ক্ষমতায় ছিল, তখনই নারী সমাজের উন্নয়নে কাজ করেছে। বিএনপি মনে করে নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টাতেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠবে।”
তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নারীদের যথাযথ মর্যাদা ও অধিকার ফিরিয়ে দেওয়া হবে। নারীদের মাধ্যমে ঘরে ঘরে বিএনপির এই কর্মসূচি পৌঁছে যাবে, কারণ তাদের সহজাত সম্পর্ক রয়েছে মা-বোনদের সাথে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশ ও সবজি বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফয়সল চৌধুরী আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়নের জন্য কাজ করবে। কৃষকদের প্রণোদনা, বিনামূল্যে সার-বীজ প্রদানসহ কৃষি উৎপাদন বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক মেম্বার নাসির উদ্দিন এবং পরিচালনা করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী বেলাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আশফাক আহমদ চৌধুরী, ক্ষুদ্র ও ঋণ সমবায় সম্পাদক খুরশেদ আলম, বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতৃবৃন্দ।
এছাড়াও মহিলা দলের নেত্রী শরিফা, রিনা, আছমা, শাহিদা এবং স্থানীয় ছাত্রদল-যুবদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা নারীদের অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করে বলেন, বিএনপির ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে নারী সমাজের উন্নয়ন নিশ্চিত হবে এবং দেশের কৃষি ও অর্থনীতি শক্তিশালী হবে।