banglahour

কুলিয়ারচরে ৬ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

শিক্ষা | এম এ হালিম, ভৈরব প্রতিনিধিঃ

(২ দিন আগে) ৫ অক্টোবর ২০২৫, রবিবার, ৩:০৬ অপরাহ্ন

 কিশোরগঞ্জের  কুলিয়ারচরে  নিয়োগবিধি সংশোধন শিক্ষাগত যোগ্যতার মানোন্নয়ন ও সামঞ্জস্যতা সংযোজন,১৪তম গ্রেড প্রদান, ই-সার্ভিস ডিজিটাল প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ,টেকনিক্যাল পদমর্যাদা প্রদান  ও পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকতার পরিপূর্ণ উচ্চতর গ্রেড প্রদানসহ ৬ দফা দাবীতে স্বাস্থ্য সহকারীদের অনির্দষ্টকালের কর্মবিরতি পালন   করা হচ্ছে । কেন্দ্রীয়  কর্মসূচীর অংশ হিসেবে আজ রোববার সকাল  ৯ টা থেকে অনির্দষ্টকালের জন্য  এ কর্মবিরতি চলছে। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য সহকারীরা মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে। এ সময় মানববন্ধন  ও বিক্ষোভ সমাবেশে কিশোরগঞ্জ জেলা হেলথ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হুমায়ূন রশিদ ও কুলিয়ারচর হেলথ এসোসিয়েশনের সভাপতি মোঃ কামাল উদ্দিন বলেন, ১৯৯৮ সাল থেকে ৬ দফা দাবি নিয়ে  আন্দোলন করা হচ্ছে । বিগত সরকারের আমলে বার বার দাবী  বাস্তবায়নে শুধু আশ্বাস দিয়েছে  বাস্তবায়ন করেনি।  বিভিন্ন  আমলা তান্ত্রিক জটিলতার কারনে অদ্যাবধি দাবি বাস্তবায়ন করা হয়নি।  দাবী বাস্তবায়ন  না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাছাড়া দাবি মানা না হলে আগামী ১২ অক্টোবর টাইফয়েড  টিকাদান কর্মসূচী থেকে ও তারা বিরত থাকবেন বলে জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল