banglahour

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে আইসেসকো মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় | তাহিরুল ইসলাম বিশেষ প্রতিনিধি ।

(১ দিন আগে) ৬ অক্টোবর ২০২৫, সোমবার, ৫:০২ অপরাহ্ন

ইসলামিক ওয়ার্ল্ড এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের (আইসেসকো) মহাপরিচালক ড. সেলিম এম. আল মালিক সোমবার রাষ্ট্র অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে ড. আল মালিক প্রফেসর ইউনূসের বিশ্বব্যাপী প্রভাবশালী কর্মকাণ্ড ও উদ্ভাবনী ধারণার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। তিনি বলেন, আমি যখন চিকিৎসা শিক্ষার্থী ছিলাম, তখনই প্রথম আপনার নাম ও গ্রামীণ ব্যাংক সম্পর্কে শুনি। আপনার থ্রি-জিরো তত্ত্ব—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ—বিশ্বজুড়ে আলোচিত ছিল। ব্যাংকিং থেকে শুরু করে পরিবেশ ও খেলাধুলা পর্যন্ত, আপনার চিন্তা আমাদের অনুপ্রাণিত করেছে।

তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন সংস্কার উদ্যোগ ও অন্তর্বর্তী সরকারের রূপান্তরমুখী কর্মসূচির প্রতি সম্পূর্ণ সমর্থন জানান। “আমি বাংলাদেশে এসে বিভিন্ন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছি এবং আপনার সংস্কার পরিকল্পনা সম্পর্কে জেনেছি। আমি এ উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানাই,” বলেন ড. আল মালিক।

বৈঠকে তিনি প্রফেসর ইউনূসের থ্রি-জিরো তত্ত্বকে (Zero Poverty, Zero Unemployment, Zero Net Carbon Emissions) আইসেসকোর কৌশলগত কর্মপরিকল্পনার অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন। তিনি বলেন, “আমরা আনুষ্ঠানিকভাবে আপনার অনুমতি চাই যে, আইসেসকোর যুব উন্নয়ন, শিক্ষা ও পরিবেশ কর্মসূচির মূল কাঠামোয় থ্রি-জিরো তত্ত্ব অন্তর্ভুক্ত করতে পারি।

ড. আল মালিক জানান, আইসেসকো বর্তমানে খাদ্য অপচয় ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক ব্যবসা রূপান্তর কর্মসূচি নিয়ে কাজ করছে। ব্রুনেই, আলজেরিয়া ও নাইজেরিয়ার মতো দেশ ইতোমধ্যে এসব প্রকল্প থেকে উপকৃত হয়েছে, তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস আইসেসকোর শিক্ষা ও টেকসই উন্নয়নে অবদানকে প্রশংসা করেন এবং ভবিষ্যতে যুবসমাজকে ক্ষমতায়ন ও সদস্য দেশগুলিতে উদ্ভাবনী সামাজিক ব্যবসা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বৈঠকে শিক্ষা বিষয়ক উপদেষ্টা প্রফেসর সি. আর. আবরার উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল