(১ দিন আগে) ৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১১:১৩ অপরাহ্ন
বাংলাদেশ এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ “এলডিপি যুবদল”-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান জননেতা জনাব শাহাদাত হোসেন সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এম. এ. বাসার, ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফারুক আহমেদ, মোঃ রিপন বেপারী, মোঃ শাহনেওয়াজ আলী সুয়েজ, এবং যুগ্ম মহাসচিব মোঃ মহিউদ্দিন মহিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের মহাসচিব জনাব তমিজউদ্দিন টিটু।
সকলের উপস্থিতিতে জনাব শাহাদাত হোসেন সেলিম যুবদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে সফিউল বারী রাজু এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আল-আমিন (মুকিত)-এর নাম ঘোষণা করা হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে দলীয় সভাপতি আশা প্রকাশ করেন, তাঁদের নেতৃত্বে এলডিপি যুবদল আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে পরিণত হবে।