(২১ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১২:১২ অপরাহ্ন
সূত্র: বিবিসি
দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিলেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্যের লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলের প্রশ্নের জবাবে দলের ভবিষ্যৎ পরিকল্পনা, আওয়ামী লীগের রাজনীতি, বিচারপ্রক্রিয়া, এবং আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কৌশলসহ নানা বিষয়ে খোলামেলা আলোচনা করেন।
সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, “আমি দ্রুতই দেশে ফিরে আসব এবং বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও দাবি করেন, দেশে “গণতন্ত্র পুনরুদ্ধার ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে বিএনপি অবিচল থাকবে।”
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন,
“দীর্ঘদিন ধরে দেশে একদলীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ এখন পরিবর্তন চায়।”
বিবিসি বাংলার এই সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রকাশিত হয়েছে সোমবার (৭ অক্টোবর)। এতে তারেক রহমানের বক্তব্যের মধ্য দিয়ে দীর্ঘ সময় পর বিএনপির রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ দিকনির্দেশনা স্পষ্ট হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।