(১৭ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২:০৯ অপরাহ্ন
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১১টায় সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.মাহবুবুর রহমান মিলনের সভাপতি অনুষ্ঠিত এ সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠিত হয়।
সাংবাদিক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (এসআইএমও) ডা.ইমরান হাসিব খন্দকার জানান,চুয়াডাঙ্গা জেলায় টাইফয়েড টিকাদানের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২লাখ ৭৭ হাজার ২৪৭জন। আউটরীচ ৮৯৬টি ও ৮টি স্হায়ী টিকাদান কেন্দ্র জেলার ৯২২টি বিদ্যালয়ে রেজিস্ট্রেশন করা ১৫ বছরের কম বয়সি সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণী সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড টিকা দেয়া হবে। এ টিকাদান কাজে ৩৪১ জন সরকারী ও বেসরকারী কর্মী এবং প্রথম সারির ১১৮ জন তত্ত্বাবধায়ক সহায়তা করবেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডা.সাজিদ হাসান (এমওসিএস), চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি রাজীব হাসান কচি ও সাধারণ সম্পাদক বিপুল আশরাফ এবং জ্যেষ্ঠ সাংবাদিক মানিক আকবারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।