banglahour

মোংলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

অপরাধ | মনিরুল ইসলাম দুলু ,বাগেরহাট প্রতিনিধি

(১৭ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২:২৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:২৮ অপরাহ্ন

জেলার মোংলায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে শিল্প এলাকা থেকে ৮৮৬ পিচ ইয়াবাসহ তাকে আটক করা হয়।

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি)  মোঃ আনিসুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১০টার দিকে স্থায়ী বন্দরের শিল্প এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই সময় দুবাই বাংলাদেশ সিমেন্ট ফ্যাক্টরীর প্রধান গেইট থেকে আটক করা হয় চিহ্নিত মাদক ব্যবসায়ী শফিকুল হাওলাদার (২৭) কে। তখন পুলিশ তার শরীরে তল্লাশী চালিয়ে মাজা/কোমরে লুকিয়ে রাখা ৮৮৬পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ইয়াবা ব্যবসায়ী উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ দিগরাজের বালুর মাঠ এলাকার ইউনুস হাওলাদারের ছেলে। আটককৃতের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর মঙ্গলবার ( ৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি মোঃ আনিসুর রহমান বলেন, কোন মাদক ব্যবসায়ীকেই ছাড় দেয়া হবেনা। গত একমাসে ১২/১৩ জন মাদককারবারীকে আটক করা হয়েছে। মাদক নির্মুলে পুলিশে কঠোর অবস্থান রয়েছে। তিনি আরো বলেন, শুধু একা পুলিশের পক্ষে মাদক নির্মুল সম্ভব নয়, এজন্য রাজনৈতিক ও সামাজিকভাবে সকলের সহায়তা প্রয়োজন। 


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল