banglahour

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ নির্মাণ শ্রমিক নিহত, আহত অন্তত ১০জন

সারাদেশ | আতিফ রাসেল,টাঙ্গাইল প্রতিনিধি

(১৪ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৫:৩০ অপরাহ্ন

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ২ নির্মাণ শ্রমিক নিহত। নিহতরা হচ্ছে, কালিহাতীর কোনাবাড়ী এলাকার জহের আলী ও বানিয়াফৈর এলাকার মুক্তার আলী। এছাড়াও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছে।

মঙ্গলবার বেলা আড়াই টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাড়কের বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণ শ্রমিকরা ঘুনি সালেঙ্গা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে পিকআপ ভ্যানযোগে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। গাড়িটি কালিহাতি উপজেলার বাংড়া এলাকায় পৌছালে অপর দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা শ্রমিকরা সড়কে পড়ে যায়। এ সময় স্থানীয়রা অন্তত ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও ২ জনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এএসআই আলমগীর হোসেন বলেন, হাসপাতালে আনার পর দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। আইনী প্রক্রীয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল