(১১ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৫:৩৭ অপরাহ্ন
খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তারের বিরুদ্ধে মন্ত্রনালয়ে লিখিত অভিযোগে পর তদন্তের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের ২১-০৭-২০২৫ তারিখের স্মারক নং-০৪,০০,০০০০,০০০,৫১১,২৭.০০৮৯,১৫.৩৫৪;
পত্র প্রেরন করে। পত্রের নির্দেশনা অনুসারে ঘটনা তদন্তে খুলনা বিভাগীয় কমিশনার বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহীনুজ্জামান কে ঘটনা তদন্তের দ্বায়িত্ব দেন। তিনি
০৭ অক্টোবর ২০২৫ তারিখ মঙ্গলবার বেলা ১১.০০ টায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয় খুলনার পরিচালক এর কক্ষে উপস্থিত হয়ে দাখিলকৃত অভিযোগের প্রমান সহ শুনানীতে অংশগ্রহণের জন্য অনুরোধ করে পত্রদেন ঠিকাদার সহ সংশ্লিষ্টদের। তিনি খুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা , তাছলিমা আক্তার (পরিচিতি নম্বর:১৭২১২) কেও শুনানিতে আসার জন্য পত্র প্রেরণ করেন। নির্বাহী কর্মকর্তাও দপ্তরে উপস্থিত হন।
অপরদিকেখুলনা জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের বিরুদ্ধে অভিযোগকারী মো: সোহেল, মোসার্স নওশিন এন্টারপ্রাইজ, সাধারণ ঠিকাদার, নতুন বাজার, রূপসা স্ট্যান্ড রোড, খুলনাসহ আরও ০৫ (পাঁচ) জন ঠিকাদার এ অভিযোগ করেন। এ অভিযোগকারীরা আজ তদন্তকারী কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে প্রমাণাদি তথ্য প্রদান করেন প্রদান করেন বলে জানিয়েছেন।
অপরদিকে জেলা পরিষদের এ নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে
খুলনা জেলা পরিষদের চতুর্থ শ্রেনীর কর্মচারী নুরজাহান কাকলী, মোঃ ফিরোজ শেখ সহ অন্যরা অভিযোগ করেন,তাদের বাসা, বসবাসের অনুপোযোগী। বাসার ওয়াল ছাদ খসে পড়ছে। চরম দুঃবিসহ ভাবে তারা বসবাস করছে।তাদের আবেদনের প্রেক্ষিতে গত জুলাইমাসে কর্মচারীদের বাসা মেরমেতর টাকা বরাদ্ধ হয়ে আসে কর্মচারীদের নামে। টাকা বরাদ্ধ কর্মচারিদের নামে হলেও, কর্মচারীদের বাসা মেরামত না করে সে টাকা পরিষদের একজন প্রকৌশলীর মাধ্যমে নিজের সরকারি বাসা ব্যবহারের অনুপযোগি দেখিয়ে মেরামতের জন্য হাতিয়ে নেন নির্বাহী কর্মকর্তা তাসলিমা আক্তার।
এ বিষয়ে প্রকৌশলী সহ কর্মচারিরা কথা বলতে গেলে তাদেরকে শোকজ সহ নানা হুমকি দেন বলে কর্মচারিদের অভিযোগ। তাদের বাসা মেরামেতর জন্য তারা আবেদন করে। জেলা পরিষদ তাদের ৬ জনের ঘর মেরা মতের জন্য প্রতিজনের নামে ২৫ হাজার টাকা বরাদ্দদেয়। সুকৌশলে এ টাকা নিয়ে প্রকৌশলীর মাধ্যমে নির্বাহী কর্মকর্তা তার বাসার সাজ সজ্জার কাজ করান।আবার সেই বাসা পরিত্যাক্ত না হওয়া সত্ত্বেও পরিত্যাক্ত দেখিয়ে সরকার কে ভাড়া ফাঁকি দিচ্ছেন এ কর্মকর্তা।
এ ছাড়া তিনি জেলা পরিষদের গাড়ি অফিস টাইমের পরে পারিবারিক কাজে ব্যবহার থেকে শুরু করে বাজার, ঘাট, তার স্বামীকে অন্য দপ্তরে পৌছে দেয়ার অভিযোগ উঠেছে। গাড়ি তেল ও মেরামতের খরচ পরিষদথেকে নেয়া হতো বলে জানান এই গাড়ি চালক হাবিব অভিযোগ করেন।
নির্বাহী কর্মকর্তা সরকারি বাসা ভাড়া পান প্রায় ২১ হাজার টাকা। বাস ভবনটি বসবাসের উপযোগি হলেও তিনি তার বাসাটি কনডেম বা ব্যবহারের অনুপযোগি দেখিয়ে সরকারি ভাড়া প্রদান করছেন মাসে ৫ হাজার টাকা। তবে বাসাটি যে ব্যবহারের অনুপযোগি তার কোন কাগজ পত্র নেই বলে জানালেন পরিষদের সহকারী প্রকৌশলী আলেয়া বেগম। তদন্তকারী কর্মকর্তার কাছে এ কর্মকর্তার
এ অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলির প্রমাণাদি তারা হস্তান্তর করেছে বলে জানিয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ কর্মচারী কল্যান বোর্ড খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহীনুজ্জামান জানান,তদন্ত শুরু করেছি। সময় সাপেক্ষ ব্যাপার। তদন্ত শেষ হলে বিভাগীয় কমিশনারের কাছে তিনি তদন্ত প্রতিবেদন হস্তান্তর করবেন।