banglahour

খুলনা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক সংলগ্ন ফুটপথ থেকে অবৈধ স্থাপনা ও দখলদারদের অপসারণ

সারাদেশ | ব্যুরো প্রধান খুলনা

(৯ ঘন্টা আগে) ৭ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৮:২২ অপরাহ্ন

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ মঙ্গলবার নগরীর বিভিন্ন গুরুত্বপুর্ণ সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট কোহিনুর জাহান-এর নেতৃত্বে দিনব্যাপী এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
অপসারণ কার্যক্রম পরিচালনাকালে নগরীর কে রোড ও স্টেশন রোডের সংযোগস্থলে ফুটপথ দখল করে জুতা-স্যান্ডেল বিক্রয়ের অপরাধে মো: কালাম-কে ৫ হাজার এবং জোবায়ের রহমান-কে ২ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া কেডি ঘোষ রোড, ডাকবাংলো বেবি স্ট্যান্ড, পাওয়ার হাউজ মোড়, শেরে বাংলা রোড ও নিরালা এলাকার বিভিন্ন সড়ক ও সড়ক সংলগ্ন ফুটপথ থেকে অবৈধ স্থাপনা ও দখলদারদের অপসারণ করা হয়।কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ মেট্রোপলিটন পুলিশের সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল