banglahour

সুপ্রিম কোর্টে আইনের বই মেলা অনুষ্ঠিত

অন্যান্য | মু: শাহপরান

(১ বছর আগে) ২০ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ৫:২৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩০ অপরাহ্ন

ঢাকা: বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবি সমিতির উদ্যোগে দেশি ও বিদেশি আইনি বিষয়ের বই নিয়ে শুরু হয়েছে বই মেলা। দেশের আইন বিষয়ক প্রকাশনা প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবি ভবনের নিচ তলায় এ মেলার আয়োজন করা হয়। 

সাবেক প্রধান বিচারপতি রোববার (২০ ফেব্রুয়ারী) বিকেলে এই বই মেলার শুভ উদ্ভোধন করেন। এ সময় তিনি বলেন, বই না পড়লে ভালো আইনজীবি হওয়া যায় না। বই কিনতে হবে, সাথে বই রাখতে হবে এবং বেশি বেশি বই পড়তে হবে।

আজ বই মেলার একটি স্টলে গিয়ে দেখা যায়, যুবলীগ চেয়ারম্যন শেখ ফজলে শামস পরশের স্ত্রী নাহিদা সুলতানা যুথী ”কৃষ্ণচুড়ার দিন” নামক একটি আধুনিক সাহিত্য বইয়ের মোড়ক উন্মোচন করেন। যেই বইটি সিনথিয়া নামের একজন তরুনী লেখিকা লেখেছেন। যুবলীগ চেয়ারম্যানের স্ত্রী যুথী বলেন, বই মেলায় দেশি-বিদেশি আইনের বই, সাহিত্য ও জীবনি গ্রন্থ সহ বিভিন্ন ধরনের বই পাওয়া যাচ্ছে। এটি বাংলাদেশের আইনের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করবে। পাশাপাশি অন্যান্য বইগুলিও সর্ব সাধারণের জন্য অত্যন্ত সমসাময়িক হবে বলে আমি বিশ্বাস করি।
 
সুপ্রিমকোর্ট প্রাঙ্গনে টানা চতুর্থবারের মত আয়োজিত এ বই মেলায় মোট বইয়ের স্টল রয়েছে ৫২টি। মেলায় মানুষের উপচেপরা ভির ছিল দেখার মত।  সকাল থেকে সন্ধা পর্যন্ত মেলাটি সরকারী বন্ধের দিন বাদে টানা দুই সপ্তাহ চলমান থাকবে। অন্যান্য বছরের তুলনায় বই বিক্রির পরিমান এই বছর অনেক বেশি হওয়ায় লেখক ও প্রকাশকরা উচ্ছাস ও আনন্দ প্রকাশ করেন।

উল্লেখযোগ্য প্রকাশনা প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে ল’ টাইমস, লিটন পাবলিকেশন্স, এম এস ল’ পাবলিকেশন্স।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল