banglahour

ছাত্রলীগের তদন্তেও মিলেছে ইবি ছাত্রী ফুলপরীকে নির্যাতন

অপরাধ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৩, সোমবার, ২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫৮ অপরাহ্ন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)তে ছাত্রলীগের হাতে এক ছাত্রীকে ভয়াবহ নির্যাতনের তদন্ত, ছাত্রলীগের তদন্ত প্রতিবেদনেও ওঠে এসেছে। অভিযুক্ত, ভুক্তভোগী ও গণরুমের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পর্যালোচনা করে প্রতিবেদন তৈরী করে তদন্ত কমিটি।

রবিবার (২৬ ফেব্রুয়ারী) রাতে কমিটি প্রতিবেদন প্রস্তুত করে ইমেইলের মাধ্যমে কেন্দ্রে জমা দিয়েছে। কমিটির আহবায়ক ও শাখা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুল হাসান অনিক বিষয়টি নিশ্চিত করেন।

ওই রাতে অভিযোগকারী (ফুলপরী) ছাত্রীকে নির্যাতন করা হয়েছে এটি নিশ্চিত। আমরা নির্যাতনের যতটুকু সত্যতা পেয়েছি তা প্রতিবেদনে তুলে ধরেছি। নাম প্রকাশ না করার শর্তে তদন্ত কমিটির এক সদস্য এ কথা বলেন।

এদিকে, গতকাল তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি। সেই প্রতিবেদনেও অভিযোগকারী ছাত্রীকে অমানুষিকভাবে নির্যাতনের তথ্য উঠে এসেছে।

উল্লেখ্য, গত ১৫ ফেব্রুয়ারি কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে (ইবি) রাতভর মারধর ও শারীরিক নির্যাতন করে ভিডিও ধারণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল