banglahour

সমাজ বদলে দেওয়া জীবনধর্মী চলচ্চিত্র নির্মাণের আহবান প্রধানমন্ত্রী’র

বিনোদন | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৫:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:০৫ পূর্বাহ্ন

ঢাকা: আগামী বাজেটে চলচ্চিত্রে অনুদান বাড়াতে নিজেই উদ্যোগ নেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সিনেমা সমাজ পাল্টে দিতে পারে। জীবনধর্মী কাহিনী বানিয়ে সিনেমা নির্মানের আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা। এফডিসির উন্নয়ন কাজে ধীরগতিতে ক্ষোভও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। 

আজ বৃহস্পতিবার (৯মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র পুরস্কারের ৪৮ তম আসর। শিল্পী, কলাকুশলী, নির্মাতা প্রদর্শক এবং দর্শকের এ মিলনমেলায় শিল্পের স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বঙ্গবন্ধু কন্যার হাত থেকে আজীবন সম্মাননা গ্রহণ করেন ডলি জহুর ও ইলিয়াস কাঞ্চন। পুরস্কার প্রদান শেষে চলচ্চিত্র উন্নয়ন ও সমৃদ্ধিতে সরকারের অবদান দুলে ধরেন প্রধানমন্ত্রী। তাগিদ দেন জীবন ঘনিষ্ঠ ও বাস্তবধর্মী চলচ্চিত্র নির্মাণের। 

জাতীয় বাজেটে চলচ্চিত্র নির্মাণে অনুদান বাড়ানোর সুপারিশের আশ্বাস দেন প্রধানমন্ত্রী। গণমাধ্যমে সংখ্যাধিক্য ও অবাধ বিচরণের মধ্যেও কথা বলার স্বাধীনতা নিয়ে সৃষ্ট বিতর্কের সমালোচনা করেন সরকার প্রধান। দেশের সীমানা ছাড়িয়ে বাংলা চলচ্চিত্রের বিশ্বজয়ের আশাপ্রকাশ করেন বঙ্গবন্ধু কন্যা। 
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল