banglahour

সমাজকল্যাণমূলক কাজের মাধ্যমে নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে চাই- ড. মাসুদ

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ১১ মার্চ ২০২৩, শনিবার, ৪:৪৯ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫১ অপরাহ্ন

পটুয়াখালী: বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পটুয়াখালীর বাউফল উপজেলার ড. শফিকুল ইসলাম মাসুদ সমাজকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে বাউফলে অটোরিকশা প্রদান করে বলেন, বাউফল উপজেলাবাসীর কল্যাণে আমরা সব সময়ে পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। সমাজকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন ঘটিয়ে আমরা পুরো বাউফলকে সমৃদ্ধ জনপদে পরিণত করতে চাই। সমাজের শ্রমজীবী মানুষের পাশে থেকে আমরা তাদের প্রয়োজনে নানাবিধ সহযোগিতা অব্যাহত রেখেছি। বাউফল উপজেলার মানুষের কল্যাণে বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে অসংখ্য আত্মকর্মসংস্থানমূলক কর্মসূচি আমরা পরিচালনা করছি। আমরা বিশ্বাস করি সমাজকল্যাণমূলক কার্যক্রমই ইসলামী রাষ্ট্র বিনির্মাণকে নিশ্চিত করে তুলতে পারে।

বাউফল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অটোরিকশা প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাউফল ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম, মোহাম্মদ ইউনুস বিশ্বাস, আবুল হোসেন খান, মুজাহিদুল ইসলাম, আল-আমিন, মাহমুদুল্লা,  বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, সাংবাদিক নেতা আসাদুজ্জামান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলে জনগণের কল্যাণে এখানে নানামুখী আত্মকর্মসংস্থানমূলক প্রকল্প পরিচালনা করছি। বিশেষ করে সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা, ফ্রী সেলাই মেশিন বিতরণ, গাভী-ছাগল পশু পালন প্রকল্প, নগদ কর্জে হাসানা প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প, মেধাবী ইয়াতিম দুস্থ ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান সহ মসজিদ মাদ্রাসা ও বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। এতে বাউফলবাসী সহ শ্রমজীবী অসংখ্য মানুষ উপকৃত হচ্ছেন এবং উপকার পাওয়া মানুষগুলো আরও ভালো থাকুক সে প্রত্যাশা আমরা করছি। আমরা ইতোপূর্বেও বাউফল উপজেলার বিভিন্ন যায়গায় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিয়ে নানা সহযোগিতা প্রদান করেছি। আগামীতে সমৃদ্ধ জনপদ হিসেবে বাউফল উপজেলাকে গড়তে আমাদের নানাবিধ কল্যাণকর পরিকল্পনা আরও গতিশীল করা হবে ইনশাআল্লাহ।

অটোরিকশা পেয়ে আবেগ আপ্লুত হয়ে অটোরিকশা গ্রহিতা ব্যক্তি বলেন, আমাকে অটোরিকশা প্রদান করায় আমি ড. শফিকুল ইসলাম মাসুদসহ বাউফল ফাউন্ডেশনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল