banglahour

উৎসব মুখর পরিবেশে হচ্ছে ঢাবির রেজিস্টার্ড গ্র্যাজুয়েট সিনেট প্রতিনিধি নির্বাচন

অন্যান্য | মু. শাহপরান সাইম

(১ বছর আগে) ১৮ মার্চ ২০২৩, শনিবার, ৩:৪১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩১ অপরাহ্ন

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৫ জন রেজিস্ট্রার্ড গ্রাজুয়েট সিনেট প্রতিনিধি নির্বাচন ২০২৩ অত্যন্ত উৎসব মুখর পরিবেশে  অনুষ্ঠিত হচ্ছে। 
সকাল ৯ টায় শুরু হয়ে বিকেল ৫ টা পর্যন্ত রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটদের প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ চলবে।

আজ শনিবার (১৮ মার্চ) ঢাবির সিনেট ভবন, টি এস সি ( ছাত্র শিক্ষক কেন্দ্র), শারিরীক শিক্ষা চর্চা কেন্দ্র এবং এর আগে ঢাকার বাহিরের কেন্দ্র সহ ঢাবির মোট ৪ টি কেন্দ্রে ভোট চলছে।

রেজিস্ট্রার্ড গ্রাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনে মোট ৬৮ জন প্রতিদ্বন্দ্বী বিভিন্ন পেনেল থেকে অংশগ্রহণ করছে। এর মধ্যে বাঙ্গালি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার প্রত্যয়ে গণতান্ত্রিক ঐক্য পরিষদের ২৫ জন প্রতিনিধি। বিএনপি জাতীয় নির্বাচনের মত ঢাবির সিনেট প্রতিনিধি নির্বাচন অংশগ্রহণ করেনি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে টিম অপরাজেয়র ৯ জন প্রতিনিধি  নির্বাচনে অংশগ্রহণ করছে।

উল্লেখ্য, যথারীতি বিকেলে ভোট গ্রহণ সম্পন্ন হলে রবিবার ১৯ মার্চ ভোট গণনার পর ফলাফল ঘোষণা করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল