banglahour

রবীন্দ্রনাথ পীস এ্যাওয়ার্ড’২৩ পেলেন বিশ্বনাথের কাজী ওয়াদুদ

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২১ মার্চ ২০২৩, মঙ্গলবার, ৮:৩৫ পূর্বাহ্ন

বিশ্বনাথ প্রতিনিধি : সফল বিবাহ রেজিস্ট্রার ও স্ব কাজে বিশেষ অবদানের জন্য, সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত কাজী মাওলানা আব্দুল ওয়াদুদকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পীস এ্যাওয়ার্ড-২০২৩ এ ভুষিত করেছে, ভারতের সামাজিক ও সুশীল সংগঠন আমার আশা ফাউন্ডেশন। 

গত ২৪শে ফেব্রুয়ারী রবীন্দ্র ভবন কলকাতায় (ভারত) অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে-তাঁকে ঐ সম্মাননায় ভূষিত করা হয়। আমার আশা ফাউন্ডেশন বাংলাদেশের সমন্বয়কারী শাহ আলম চুন্নু এ্যাওয়ার্ডটি গ্রহণ করেন। ফাউন্ডেশনের সভাপতি মোশাররফ হোসেন মোল্লা স্বাক্ষরিত সনদে, কাজী আব্দুল ওয়াদুদ’র কাজের ভুয়সি প্রসংশা করেন, এবং বাংলাদেশে উন্নয়নমুলক সকল কাজে তাঁর অংশগ্রহণও আশা ব্যক্ত করেন।

কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, সিলেটের বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নের কামালপুর গ্রামে-এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বেসরকারি মাদ্রাসা (কওমি) থেকে দাওরায়ে হাদিস ও সরকারি আলিয়া মাদ্রাসা হতে ফাজিল (স্নাতক) উত্তির্ণ। বিশ্বনাথ উপজেলার ৩নং অলংকারী ইউনিয়নে সরকারি কাজী হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত। এছাড়াও আব্দুল ওয়াদুদ ব্যবসায়ী, সংগঠক, শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে নিজ এলাকায় পরিচিত।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল