banglahour

যাদের যতটা সফট পাওয়ার থাকবে তারাই পৃথিবীকে নেতৃত্ব দেবে- পলক

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২২ মার্চ ২০২৩, বুধবার, ৯:০৬ পূর্বাহ্ন

ঢাকা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, পৃথিবী এখন নিয়ন্ত্রিত হচ্ছে সফট পাওয়ার দিয়ে। আগামীতে যাদের যতটা সফট পাওয়ার থাকবে তারাই  পৃথিবীকে নেতৃত্ব দেবে। ১৭ কোটি নাগরিককেই ব্যাংকিং-এ যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করেছেন আইসি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার পরামর্শেই আমাদের আগামী সেবাগুলো হবে পার্সোনালাইজড বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী  মঙ্গলবার রাতে হোটেল ওয়েস্টিনে আয়োজিত  মুঠোফোনে সিমহীন ব্যাংকিং সেবা ‘মেঘনা পে’ এর উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন । 
 
মাত্র ১৪ বছরের ব্যবধানে দেশ এখন ‘লেসক্যাশ সোসাইটি’ গড়ে উঠেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই বাংলাদেশ মোবাইল ফাইন্যান্সে চ্যাম্পিয়ন হয়েছে।

পলক বলেন, ইন্টার অপারেবল ডিজিটাল প্লাটফর্ম ‘বিনিময়’ এর পেছনের মূলশক্তি ‘পরিচয়’ এর মাধ্যমে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস নগদের ৬৫ কোটি  টাকা সাশ্রয় হয়েছে। এমন সেবা দেয়ার জন্য আগামীর তরুণদের ‘ইনোভেটিভ ইন্টিলিজেন্স’ হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। পরিচয় প্লাটফর্মের জন্য নগদের খরচ ৬৫ শতাংশ কমিয়ে এনে নগদ বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করতে পারছে বলেও তিনি জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল