banglahour

২১ এপ্রিল থেকে পোশাক কারখানায় ঈদের ছুটি

অর্থনীতি | নিজস্ব প্রতিবেদক

(১ বছর আগে) ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১:১৩ অপরাহ্ন

ফাইল ফটো।

ঢাকা: ঈদ উল ফিতর উপলক্ষ্যে আগামী ২১ এপ্রিল থেকে পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হবে। গতকাল (২৭মার্চ) সোমবার এ তথ্য জানিয়েছে তৈরি পোশাক মালিক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

কারখানা মালিকদের প্রতি বিজিএমইএ’র চিঠিতে বলা হয়, ‘ঈদের ছুটিতে সড়ক, রেল এবং লঞ্চ যাত্রায় অতিরিক্ত চাপ কমানোর লক্ষ্যে সরকারের বিভিন্ন দফতর থেকে ধাপে ধাপে শ্রমিকদের ছুটি দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। নিজ নিজ কারখানা নিজস্ব শিপমেন্ট, কার্যাদেশ ও প্রোডাকশনের সাথে সমন্বয় করে যদি সুযোগ থাকে ঈদের দুই থেকে তিন দিন আগে শ্রমিকদের ছুটি দিতে পারবেন। 

চিঠিতে বলা হয়, ‘শেষ কর্মদিবসে শ্রমিকদের নিরাপদে গ্রামের উদ্দেশে যাত্রা করার জন্য প্রয়োজনে কারখানা কর্তৃপক্ষ ৮ থেকে ১০ জনের টিম গঠন করে স্থানীয় ট্রাফিক ডিপার্টমেন্টের সহযোগিতা নিতে পারবেন। কোনো পক্ষ যাতে শ্রমিক অসন্তুষ্ট হওয়ার কোনো ঘটনা ঘটানোর চেষ্টা করতে না পারে, সেই দৃষ্টি রাখতে হবে।’

চিঠিতে আরো বলা হয়, কারো প্ররোচনায় শ্রম অসন্তোষ সংঘটিত হতে পারে, এ ধরনের কোনো সিদ্ধান্ত জানতে পারলে প্রয়োজনে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী, কলকারখানা অধিদপ্তর অথবা বিজিএমইএ’র সঙ্গে আলোচনা করার অনুরোধ জানানো হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল