banglahour

ঠাকুরগাঁওয়ে কৃষকদের ধান কেটে ক্ষেত থেকে আঙ্গিনায় পৌঁছে দিচ্ছে কৃষক লীগ

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(১০ মাস আগে) ২১ মে ২০২৩, রবিবার, ৩:৩৬ অপরাহ্ন

ঠাকুরগাঁও: যন্ত্র দিয়ে ধান কাটা মারার যেসময়ে চিরকালের কাস্তে দিয়ে ধানকাটার গ্রামীণ বাংলার দৃশ্য বিরল প্রায় সেসময়ই উৎসবের আবহে কাস্তে দিয়ে কৃষকদের ধান কেটে ক্ষেত থেকে আঙ্গিনায় পৌঁছে দিচ্ছে কৃষক লীগ ও ছাত্রলীগের কর্মীরা।

রবিবার (২১মে) সদর উপজেলার নারগুনে প্রদীপ, সুনিল ও অনীল চন্দ্র নামে তিন কৃষকের ১ একর ৫০ শতক জমির ধান কেটে দেয় কৃষক লীগ। 

এ সময় কৃষক লীগ জেলা সভাপতি পবারুল ইসলাম, নারগুন ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও  নারগুন ইউপি চেয়ারম্যান শেরেকুল ইসলাম, নারগুন শাখা কৃষক লীগ সভাপতি মোবারক আলী দুলালের নেতৃত্বে কর্মীরা ধান কাটা ও ধানের আটি বেঁধে পৌঁছে দেন কৃষকের আঙ্গিনায়। ধান কাটা শেষে অংশগ্রহণকারীরা পান্তাভাত খান একত্রে।

নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কৃষকরা যাতে নিরাপদে ধান ঘরে তুলতে পারে এবং তাদের ধান উত্তোলনের  খরচ বাঁচে সে লক্ষ্যেই কৃষক লীগ জেলা জুড়ে কৃষকদের ধান কাটার এ উদ্যোগ নিয়েছে। উপকার পেয়ে সংশ্লিষ্ট কৃষকরা প্রশংসা করেন এ উদ্যোগের।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল