(১ বছর আগে) ২২ মে ২০২৩, সোমবার, ১২:২৮ অপরাহ্ন
ভোলা: ভুতাত্ত্বিক তথ্যাদি এবং ডিএসটি রিপোর্ট অনুযায়ী ইলিশা-১ কূপে গ্যাসের সম্ভাব্য মজুদ প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। দৈনিক গড় ২০ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উৎপাদন বিবেচনায় উক্ত কূপ হতে ২৫/২৬ বছর গ্যাস উৎপাদন সম্ভবপর হবে।
সোমবার (২২ মে) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র, এ থেকে ৩০ বছর গ্যাস উৎপাদন করা যাবে।
ইলিশা-১ কূপে গ্যাসের বর্নিত মজুদ বিবেচনায় গ্রাহক পর্যায়ে গ্যাসের আনুমানিক মূল্য প্রায় ৬৭৪৪.০০ কোটি টাকা। এ হিসেবে আন্তর্জাতিক বাজারের বিদ্যমান মূল্য বিবেচনায় ইলিশা-১ কূপে গ্যাসের বর্নিত মজুদ (২০০ বিলিয়ন ঘনফুট) বিবেচনায় গ্যাসের আনুমানিক মূল্য প্রায় (১৩৩.৭৫ x ২০০)=২৬৭৫০.০০ কোটি টাকা।
ভোলাতে (শাহজাদপুর, ভোলা নর্থ ও ইলিশা) মিলে ২.২৩ টিসিএফ গ্যাস মজুদ রয়েছে। প্রতিদিন উত্তোলন সক্ষমতা ২০০ মিলিয়ন ঘনফুট।