banglahour

আবুল খায়ের চৌধুরীর নিহতের প্রতিবাদে ফ্রান্সে বিক্ষোভ

প্রবাস | মাসুদ আহমেদ

(১১ মাস আগে) ১৮ জুন ২০২৩, রবিবার, ৯:৪৮ পূর্বাহ্ন

ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে নিহত আবুল খায়ের চৌধুরীর পরিবারের অনুমতিক্রমে আন্দোলন কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান, এ্যাসাইলাম এন্ড ইমিগ্র্যান্ট সলিউশন সংস্থা (আইছা)’র প্রেসিডেন্ট বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব উবায়দুল্লাহ কয়েছ। 

তিনি বলেন, ‘সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে আমরা এবার এমন বিক্ষোভ করতে চাই, যা নজিরবিহীন ও গণ-আন্দোলন হিসেবে চিত্রায়িত হবে। এজন্য আন্দোলন কর্মসূচির সফল বাস্তবায়নে আমাদের সবাইকে অগ্রণী  ভূমিকা রাখতে হবে।’

উল্লেখ্য, গত ২৩ মে ফ্রান্সপ্রবাসী নিহত আবুল খায়ের চৌধুরী নিখোঁজ হোন। পরবর্তীতে ২৬ মে প্যারিসের অদূরে একটি ট্রেন স্টেশনের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত আবুল খায়ের চৌধুরীর বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামে।

এদিকে হত্যাকাণ্ডের ২৫ দিন পেরিয়ে গেলেও এখনো আসামীদের ধরতে পারেনি পুলিশ। এ ঘটনায় পুলিশি তদন্ত চলমান রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল