banglahour

মেধাবীদের পুরস্কৃত করল বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামি সেন্টার

প্রবাস | মাসুদ আহমেদ

(১০ মাস আগে) ২ জুলাই ২০২৩, রবিবার, ২:২৬ অপরাহ্ন

ইউরোপের উন্নত দেশের মধ্যে ফ্রান্স অন্যতম। এ দেশে প্রচলিত শিক্ষা ব্যবস্থা ও দেশের আইনের সাথে সমন্বয় রেখে শিশুদেরকে ধর্মীয় মূল্যবোধ শিখানোর অনন্য শিক্ষা প্রতিষ্ঠান হলো বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার । এখানে মক্তব, হিফজ বিভাগ ও নৈতিকতা শিখানোর সুব্যবস্থা রয়েছ। 
 

আজ  ১ জুলাই ২০২৩ শনিবার ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশী কমিউনিটি মসজিদ (CCM IDF ) Stains পরিচালিত মাদ্রাসার বার্ষিক অভিভাবক সমাবেশ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সেন্টার সভাপতি সিরাজুল ইসলাম সালাউদ্দিনের সভাপতিত্বে ও মাদরাসা বিভাগের পরিচালক নুরুল ইসলামের পরিচালনায়  আরও বক্তব্য রাখেন সেন্টার সহ-সভাপতি কামরুল হাসান, মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক আহমাদুল ইসলাম, হিফজ বিভাগের ইনচার্জ হাফেজ কারী বেলায়েত হোসাইন, হিফজ বিভাগের শিক্ষক হিসাম উদ্দিন। 

শতাধিক অভিভাবক ও ছাত্র-ছাত্রী, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা  এবং শুভাকাংখীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সকল ক্লাসের ১-২-৩ স্থান অধিকারী ও উপস্থিতি এবং নৈতিকতা  সমন্বয় করে ৫টি করে পুরস্কার প্রদান করা হয়। পরিশেষে দোয়া মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল