banglahour
নেমেছে প্লাবিত এলাকার পানি

আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছে মানুষ

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৯ মাস আগে) ১০ আগস্ট ২০২৩, বৃহস্পতিবার, ২:০২ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:০৩ অপরাহ্ন

ফাইল ফটো

বান্দরবান: টানা ৮দিন বৃষ্টির পর মঙ্গলবার রাত থেকে বৃষ্টি কিছুটা কমে আসলে পানি নেমে গেছে। ৮দিন পর পানি নেমে যাওয়ায় সবাই বাড়িতে ফিরতে শুরু করেছে। পরিস্কার পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত হয়ে পড়ছেন তারা। এদিকে এখনো বন্ধ রয়েছে বিদ্যুৎ, নেটওয়ার্ক, ইন্টারনেট সেবা ও বিশুদ্ধ পানি সরবরাহ।  

গত (২আগষ্ট) রাত থেকে শুরু হয় টানা বর্ষণ। লাগাতার ৮দিনের টানা বর্ষণের ফলে ডুবে যায় বান্দরবানের প্রধান বাজার, ডিসির বাসভবন, এসপি অফিস, বাসভবন, এলজিইডি অফিস, নির্বাচন অফিস, জর্জ কোর্টসহ মেম্বার পাড়া, আর্মি পাড়া, হাফেজ ঘোনা, ইসলামপুর, কালাঘাটা, বালাঘাটাসহ শহরের প্রায় ৮০শতাংশ বাড়িঘর। 

অবশেষে ৮দিন পর মঙ্গলবার রাত থেকে বৃষ্টি কিছুটা কমতে থাকে। এতে ধীরে ধীরে নেমে যায় নিচু এলাকার পানি। এবারের বন্যা অতীতের সকল বন্যাকে হার মানিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল