(১ সপ্তাহ আগে) ৯ সেপ্টেম্বর ২০২৩, শনিবার, ৩:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৯ অপরাহ্ন
ঢাকা: ভারতের নয়াদিল্লিতে শনিবার (৯সেপ্টেম্বর) জি২০ সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্তের নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নয়াদিল্লির প্রগতি ময়দান এলাকায় ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে এ সম্মেলন শুরু হয়।
জি২০ সম্মেলনে যোগ দিতে ভেন্যুতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৯টি দেশ ও ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত জোট জি২০। দেশগুলো হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
মোদির আমন্ত্রণ পাওয়া জি২০ জোটের বাইরের অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মিসর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর, স্পেন ও সংযুক্ত আরব আমিরাত।
সূত্র: ইউএনবি