(১ বছর আগে) ১০ সেপ্টেম্বর ২০২৩, রবিবার, ১১:২২ পূর্বাহ্ন
ঢাকা: মরোক্কোতে ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানীর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।
শনিবার এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।
শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশের মত আমরাও মরক্কোর পাশে থাকবো। মরক্কোর সরকার ও সেদেশের জনগণের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি আশা প্রকাশ করে বলেন, খুব দ্রুতই মরক্কোর সাধারণ মানুষ স্বাভাবিক জীবন ফিরে পাবে।
মরোক্কোতে ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানীর ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।