(২ দিন আগে) ১৮ সেপ্টেম্বর ২০২৩, সোমবার, ৪:৫৪ অপরাহ্ন
বরিশাল: বিরল রোগে আক্রান্ত তাতী দলের কর্মী নুর নবী আখন’র পাশে এ্যাডভোকেট এম এ হেলাল ফাউন্ডেশন খাদ্য সামগ্রী ও চিকিৎসার জন্য নগদ অর্থ সহয়তা প্রধান করেছেন।
মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন তাতী দল কর্মী নুর নবী আখন (৪৫) বিরল রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভুগছেন। তার চিকিৎসা জন্য নগদ অর্থ ও খাদ্য সামগ্রী নিয়ে অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন বরিশাল উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য জিয়া পরিবারের আইনজীবী এ্যাডভোকেট এম হেলাল উদ্দিন ও মেহন্দিগঞ্জ উপজেলা তাতী দলের সহ-সভাপতি মোঃ জামাল উদ্দিন হাওলাদার।
রবিবার ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাধ্যমে উক্ত সহায়তা প্রদান করা হয়। হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজীর হাটের অসহায় দুঃখী মানুষের জন্য নিরাআলস ভাবে কাজ করে যাচ্ছেন এ্যাডভোকেট এম এ হেলাল ফাউন্ডেশন।
এসময় উপস্থিত ছিলেন আলিমাবাদ ইউনিয়ন যুবদলের সভাপতি মাইনুদ্দীন মৃধা, ছাত্রদলের সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক নোমান সিকদার, তাতী দলের আহবায়ক কাজী মোঃ ওয়াসিম রানা।
উক্ত অনুষ্ঠানে মেহেন্দিগঞ্জ সমাজ কল্যান ফাউন্ডেশনের সভাপতি তানভীর রানাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।