banglahour

নতুন পরিচয়ে জুলহাস কবীর

বিনোদন | নিজস্ব প্রতিবেদক

(৭ মাস আগে) ৭ অক্টোবর ২০২৩, শনিবার, ১০:২৯ পূর্বাহ্ন

ঢাকা: তথ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশকে নতুন করে দর্শকের সামনে তুলে ধরতে ইমপ্রেসিভ বাংলাদেশ নামে ডকুমেন্টরি শো নিয়ে আসছেন সাংবাদিক জুলহাস কবীর।

৭ অক্টোবর অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোর এ। প্রথম পর্বটি তৈরি করা হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প নিয়ে। যেখানে প্রকল্পটির শুরু থেকে শেষ পর্যন্ত নির্মাণের চিত্র তুলে ধরা হয়েছে। এই অনুষ্ঠানটির মাধ্যমে দর্শকরা টার্মিনালটি সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন বলে জানান জুলহাস কবীর।

তৃতীয় টার্মিনালের উদ্বোধনের দিনটি মাথায় রেখে অনুষ্ঠানটির প্রথম পর্বটি প্রচারের সিদ্ধান্ত নেন বলেও জানান তিনি।

আগামিতে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর পাশাপাশি দেশের বিভিন্ন বিষয় নিয়ে তথ্যচিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে জুলহাস কবীরের।

জুলহাস কবীর ২০১০ সাল থেকে একুশে টেলিভিশন রিপোর্টার ও  ২০১৪ সাল থেকে আরটিভিতে সিনিয়র রিপোর্টার হিসেবে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি এই অনুষ্ঠানটি নিয়মিত তৈরি করতে চান।

আগামিতে টেলিভিশনের জন্য ভ্রমণ বিষয়ক একটি ট্রাভেল শো তৈরিরও কাজ করছেন দীর্ঘদিন ধরে।

প্রতি শনিবার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টয়েন্টি ফোরে বিকেল চারটায় প্রচারিত হবে ইমপ্রেসিভ বাংলাদেশ। অনুষ্ঠানটি উপস্থাপনা, গবেষণা ও পরিচালনা করেছেন জুলহাস কবীর।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল