banglahour

ইজরাইল নিপাত যাক: মেহেন্দিগঞ্জে ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ মিছিল

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ২১ অক্টোবর ২০২৩, শনিবার, ১০:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:২১ পূর্বাহ্ন

বরিশাল: ফিলিস্তিনে ইসরাইলের হামলা ও নির্মম গণহত্যার প্রতিবাদে নিন্দা জানিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের তৌহিদি জনতা বিক্ষোভ মিছিল করেছে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, সাধারণ ধর্মপ্রান মুসল্লি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (২০অক্টোবর) জুমা বাদ উপজেলার সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা মসজিদে মসজিদে দোয়া ও দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ  মিছিলটি বের করে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

বিক্ষোভ সমাবেশে তারা বলেন, ইসরাইল হচ্ছে জঙ্গী, মৌলবাদী, সাম্প্রদায়িক, নাশকতাকারী ও ফ্যাসিষ্ট, তারা নিপাত যাক।  আমরা অবিলম্বে বিশ্ব বিবেকের কাছে ফিলিস্তিনে যে ভয়াবহ মানবাধিকার লঙ্গন হচ্ছে  সে ব্যাপারে দখলদার ইসরাইলের বিরুদ্ধে জোড়দার ভূমিকা রাখার আহ্বান জানাই।


উল্লেখ্য, গত কয়েকদিন থেকে দখলদার ইজরাইলরা অজাচিতভাবে নিরিহ ফিলিস্তিনি মুসলিম জনতার উপর বোমা হামলাসহ নারকিয় হত্যাকান্ড ও দেশ ধ্বংস লিলায় মেতে উঠেছে। এসবের প্রতিবাদে সারা বিশ্বের ন্যায় বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলাতেও মজলুম ফিলিস্তিনদের পক্ষে দোয়া ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল