banglahour

বিশেজ্ঞদের নিয়ে তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল কনফারেন্স অনুষ্ঠিত

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(৬ মাস আগে) ২১ অক্টোবর ২০২৩, শনিবার, ১০:৩৮ পূর্বাহ্ন

ঢাকা: রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে তৃতীয় আন্তর্জাতিক ডেন্টাল কনফারেন্স এবং ট্রেন্ড ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। 
 
শুক্রবার (২০ অক্টোবর) বাংলাদেশের ফেডারেশন অফ ডেন্টাল সায়েন্স ( বিএফডিএস)-এর আয়োজনে দিনব্যাপী এই কনফারেন্স অনুষ্ঠিত হয়।

সারা দেশ থেকে প্রায় সহস্রধিক দন্তচিকিৎসক অংশ নেওয়া এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশ্বখ্যাত এন্ডোডন্টিস্ট স্টাইলোইটালিনোর প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ফেবিও গর্নি, ভারতের এন্ডোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক সঞ্জয় মিগলানি, গরিমা পোদ্দার, দীপক মেহতা, থাইল্যান্ডের মাহেদুল বিশ্ববিদ্যালয়ের ডা: অংগার্ট পুট্টিপিসিৎ চেৎ ও জাপানের ডা: কাজুহিতো নাসু সহ প্রমুখ।

এছাড়াও অধ্যাপক ডা: মতিউর রহমান মোল্লা, অধ্যাপক জাহিদ হোসেন, ডা: আনোয়ার সাদাত, ডা: সাইদ হারুন, ডা: নিতিশ কৃষ্ণ দাস সহ অনেক বাংলাদেশি চিকিৎসারা অনুষ্ঠানে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে বিএফডিএস এর মহাসচিব ডা: মো: আসাফুজ্জোহা রাজ বলেন৷ এ কনফারেন্স উপস্থিত সকলের আধুনিক দন্তচিকিৎসা বিষয়ে জ্ঞানের পরিধি বৃদ্ধি করবে, আমাদের চিকিৎসা প্রদানের সফলতা বাড়বে, দেশের অগণিত দন্তরোগী আরও ভালো চিকিৎসা পাবেন।

সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা: সাজেদুল আসিফ বলেন, এই কনফারেন্সের মাধ্যমে দেশের দন্তচিকিৎসারা নতুন নতুন টেকনিক ও কৌশল জানতে পারবে। যা চিকিৎসকদের চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সমাপনী বক্তব্যে সভাপতি ডা: রকিবুল হোসেন রুমী কনফারেন্স  সফল করার পেছনে সংগঠনের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম ও দেশ-বিদেশের সুনামধন্য দন্ত চিকিৎসাদের অংশগ্রহণ, বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন ও প্রশিক্ষণের কথা উল্লেখ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাহমুদ সোহেল
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ:+৮৮ ০১৯ ১৫৩৬ ৬৮৬৫
contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল